৩১.
কাটা রাইফেল ছুরি পিস্তল সন্ত্রাস ছিনতাই
নৈতিকতা বাঁচাতে এগিয়ে এসো তো ভাই
৩২.
যমুনার তীরে তমাল ছায়াতে একদিন ছিল রাধা
রাধা নেই তাঁর সকল সাজ অঙ্গেতে আছে বাঁধা
৩৩.
তোমার জন্য ভাবনা আমার কী করি কোথায় রাখি
ঘুম তো আসে না চোখে যদি চলে যাও দিয়ে ফাঁকি
৩৪.
করোনা আজ করেছে দখল আকাশ-বাতাস বিশ্ব
হারিয়ে স্বজন হারিয়ে পথ মানুষ হয়েছে নিঃস্ব
৩৫.
হৃদয় আমার অষ্টসখির পায়েতে বাঁধা নূপুর
বাজে সেই নূপুর নিক্কনে সকাল-সন্ধ্যা-দুপুর
৩৬.
ঈশ্বরের পায়ের কাছে আমি রেখেছি হৃদয়খানি
সপ্তসুরে বাজে হৃদয়ে তাঁরই অমর কবিতাখানি
৩৭.
আকাশের বুকে গলেছে চন্দ্রদেহ ঝরছে জোছনাধারা
করোনাতে উদাস প্রকৃতি তাই যে হাসছে পাগলপারা
৩৮.
প্রেম-সরোবরে ফুটেছে সরোজ পাপড়ি হয় নি ছিন্ন
হৃদয়ের পায়ে দিয়েছি অর্থ ভালোবাসার যতো চিহ্ন
৩৯.
সাবধান হয়ে চলতে হবে, না হারিয়ে ভরসা তাঁর
নিশ্চিত তিনিই করবেন পার এই অশান্ত পারাবার
৪০.
বাতাসে ছড়িয়ে বিকট শব্দ উঠলো কেঁপে মগবাজার
ভবনের নিচে পড়েছে চাপা, মারা গেছে মানুষ আট
Recent Comments