৫১.
ডেল্টা ভ্যারিয়েন্ট ছোঁয়াচে ভারি করোনা দ্রুত ছড়ায়
বাঁচতে হলে সঙ্গনিরোধ সঙ্গে মাস্ক পরতে হবে তায়
৫২.
অতিমারির এই আগুন পথে হাঁটছে সবাই প্রতিদিন
বিধি-নিষেধ চললে মেনে মানবজীবন হবে অমলিন
৫৩.
একলা দুপুর স্নিগ্ধ নূপুরে বাজায় তৃষ্ণা তোমার
সুরে নিক্কনে উঠে আসে মনে অত্যাজ্য ঝংকার
৫৪.
তাঁহার জন্য লিখি কবিতা চয়ন করি শব্দ
সে ছাড়া লোড-শেডিং এই জীবন নিস্তব্ধ
৫৫.
সন্তোষ সে আনন্দও সে সে-ই তৃষ্ণার তৃপ্ত বাসনা
সে আমার প্রিয় নাম সে-ই আমার আরাধ্য সাধনা
৫৬.
সমগ্রতায় বিঁধিয়ে কুসুমশর থাকলে না পাশে হায়
নয়নের জলে কপোল ভিজিয়ে এভাবে কেউ যায়?
৫৭.
সূর্য সে, সূর্যপ্রিয়া হয়ে হাসবো তাঁর বুকেতে সুখে
কিরণ মাঝে হেসে হেসে ঝুলবো যে প্রেম-ঝুলনে
৫৮.
হলে অরুন্ধুতি কালপুরুষ লুব্ধক জীবনখতে আমার
সারাটি জীবন কাটাবো দুজনে প্রিয় সান্নিধ্যে অপার
৫৯.
প্রত্যয়ের ভূমিতে থাকে আগামীর স্বতঃসিদ্ধ অঙ্গীকার
দুজনের এই মিলন বাঁধন ছিঁড়ে দেয় এমন সাধ্য কার
৬০.
সেই যে আমার রাগ-অনুরাগ আমার প্রেমের সঞ্চয়
আমার এই জীবননির্ঝর যে তাঁরই প্রণয়-ধারায় বয় ।
Recent Comments