৬১.
হৃদয় নয়ন মনে অরুনাভ প্রাণ রাধাপদ্ম হয়ে আমি
ভালোবেসে দিব অরবিন্দসুখ অরুণসারথি যে তুমি
৬২.
যথার্থ প্রেমিক হৃদয়ে পুড়ে প্রেম পুড়ে ভালোবাসা
নামগানে পুড়ে জীবন তার সাথেতে পোড়ে আশা
৬৩.
কুসুম বক্ষে আধফোটা নরম কলিমুখে
গুণগুনিয়ে ভ্রমর এসে গুঞ্জে প্রণয় সুখে
৬৪.
দিনের আছে সবিতা রাতের আছে চাঁদতারা
দু’জনের প্রেমে দু’জন যে হয়েছে বাঁধনহারা
৬৫.
সুবাস ভালোবাসে পুষ্প আর পুষ্প তুমি
সুবাসি পুষ্প তাই খোপায় পরবো আমি
৬৬.
রিমঝিম ঐ বৃষ্টি সুরেতে পুরানো স্মৃতি আসে বর্তমানে
এমন দিনে প্রবাসী প্রিয় তোমাকেই যে প্রাণ-মন টানে
৬৭.
এসেছে সে দিয়েছে জীবন তাই হৃদয়ের উষর মুলুকে
প্রণয়ের শুভ-ইচ্ছাতে ফুটেছে জুঁই ঊষার নব আলোকে
৬৮.
একলা দুপুর একলা সকাল বৃষ্টি নূপুর বাজে অহরহ
কৃষ্ণ ছাড়া এই বৃন্দাবনে রাধার বিরহ হয়েছে অসহ
৬৯.
এক আকাশ ভরা জল ভরেছে হায় রাধার হরিণচোখে
শ্যাম আসেনি শূন্য কুঞ্জ এই নয়নজল কেমনে রোখে
৭০.
তাঁর বিরহে শূন্য সব শূন্য জীবন হয় যে মাকালফল
বাইরে শুধু ‘ফেয়ার অ্যান্ড লাভলি’ ভেতরে শুধু জল
Recent Comments