১.
জীবন এক
অপূর্ণ নাট্য প্লট
থামকে আছে
২.
ঘষতে থাকি
শাণিত হবে বলে
পুরোনো জঙ
৩.
সে আসে রোজ
স্বপ্ন ডানায় চড়ে
বিদর্ভ ভূমে
৪.
জীবনের রং
সেই কখন থেকে
উবে গিয়েছে
৫.
জীবন এক
অপূর্ণ নাট্য প্লট
থামকে আছে
৬.
একটি বক
গভীর ধ্যানে মগ্ন
মীন সন্ধান
৭.
চাতক চোখ
বৃষ্টির মস্করায়
জলজ ঘ্রাণ
৮.
একটি ফুল
অবিরাম দুলছে
জলের গায়
৯.
একটি পাখি
আপন ঢেরা খুঁজে
অঙ্গুরি পায়
১০.
ভুতুড়ে হাত
নীলাভ কণ্ঠনালী
শহুরে, গাঁয়।
Recent Comments