আপন ভুলে ভাগ্য নাশ
সিদ্ধান্ত গুলো বার বার ভুল প্রমাণিত হয়,
তবুও কী ভুলগুলো আর শুধরাবার নয়?
ইতিহাস শুধুই কী স্মৃতি হয়ে থাকে?
সে যে বরাবরই শুদ্ধতার পথে ডাকে।
এটা হওয়ার ছিলো তাই বলেই এড়িয়ে যাই,
আরেকটা ভুল দিয়েই ভুলটাকে ঢাকতে চাই।
…………………………………………..
চেতনা
আজ,
চেতনা একটা রঙ্গমঞ্চের মাইক্রোফোন
কৌতুকে ভরা সংলাপ,
চেতনা একটা কৌশলগত রূপকথার
বিকৃত প্রেমের প্রলাপ।
…………………………………………..
কোথায় খুঁজি
কেউ বলে যুদ্ধ করো
কেউ বলে ধৈর্য্য ধরো
আমায় আমি কোথায় ধরবো বাজি ?
কেউ বলে ত্যাগেই সুখ
কেউ বলে ভোগেই সুখ
সুখটা বলো কোথায় খুঁজবো আজি ?
…………………………………………..
চাইলেই পারো
তুমি চাইলেই প্রেম হতে পারো
প্রাণে প্রাণে প্রীতি বন্ধনে,
তুমি চাইলেই ঢেউ হতে পারো
শতশত নোনা বন্দরে।
প্রেম নাকি ঢেউ হবে ভেবে নাও আরও,
তুমি চাইলেই,তুমি চাইলেই সব পারো।
…………………………………………..
ক্ষমতার কৃতদাস
লক্ষ লক্ষ রাত জেগে যারা
করে যান জ্ঞানের চাষ,
টাকার জোড়ে মূর্খ নেতারও
হতে হয় কৃতদাস।
…………………………………………..
দুষ্টরাজ
তেল আর পানি এক করে দেয়
যখন তারা স্বার্থ খুঁজে,
সাপ বেজি আজ এক হয়েছে
দুটাই এখন স্বার্থ বুঝে।
খনার বচন মিথ্যে করে আজ,
সবুজ মাঠে চলছে দুষ্ট রাজ।
…………………………………………..
হারজিত
তোমারও যে অভিমান আছে
সে কথা মিথ্যে নয়,
দ্বিমুখী কষ্টের লুকোচুরিতে
সুখগুলো দগ্ধ হয়।
এমন কী হয় না বলো খোলা রাখি হৃদয়ের দ্বার?
হারজিত হোক একসাথে আরও শত সহস্র বার।
…………………………………………..
ভুত ভবিষ্যৎ
জামিনে ছাড়া পেয়েছে জঙ্গিরা,
উল্লাসেতে মাতে তাদের সঙ্গীরা।
কদিন পরই দেখা যাবে গোলাপ হাতে,
যোগ দিয়েছে ক্ষমতাসীন দলের সাথে।
লুটপাটেতে নেই ভেদাভেদ সবাই সমান,
ভোট তো এখন ভুতের গলির ভুত পালোয়ান।
…………………………………………..
সময় কারো নয়
আমার আবেগ নিয়ে তীর বানিয়ে
আমারই বুকে মারো,
ওগো ললনা এমন ছলনা তুমি
কেমন করে পারো ?
অভিশাপ নয়, অভিযোগ আছে,
জানি, সময়ের হাতেই সময় বাঁচে।
…………………………………………..
স্মৃতির রুমাল
আবেগে আঁকা সুখ
রুমালের কোণায়,
লাল সুতোতে লেখা
ভুলো না আমায়।
Recent Comments