খুকুর প্রার্থনা
মা ডাকে খুকুমনি প্রার্থনা কর
মানুষের মত যেন হও তুমি বড়।
হও তুমি বড় বাঁচো সৎ হয়ে
জেনো তুমি অসতেরা চলে মাথা নুয়ে।
জেনো তুমি ঠক আর প্রতারক যারা
পদে পদে সকলেই হবে দিশেহারা।
আরো জানো সৎ যে ভালো তার হয়
কখনো হারে না, সে কাজে পরিচয়।
……………………………………………
ভয় করি না
ভয় করি না দৈত্য দানব
ভয় করি না ভূতও
সুযোগ পেলেই যাই হারিয়ে
পেলেই কোন ছুতো।
ভয় করি না সাপ ও ব্যাঙে
হিংস্র পশুর ডাকে
হারিয়ে যাই কাশবনে
আর নদীর ওই যে বাঁকে।
ভয় করি না মায়ের বকা
বাবার কথার ছুরি
মিষ্টি হাসলে সব ভুলে যায়
এই তো বাহাদুরি!
……………………………………………
ছায়া
ভূতের মত দেখতে ছায়া
ভূততো মোটেও নয়
ভূতের কথা ভেবে কেমন
বুকের মাঝে ভয়।
ছায়ার শরীর মস্ত বড়
ভুতের মত হাঁটে
আঁধার পেলে ঘাপটি মেরে
লুকায় হাটেবাটে।
আবার যখন বেরিয়ে আসে
আলোর দেখা পেলে
যখন ছায়ার দুষ্টমিটা
বুঝতে পারে ছেলে
Recent Comments