১)
এই আছি এই নেই
এই তো জীবন
সময়ের সাঁকো বেয়ে
স্বপ্নভ্রমণ!
স্বপ্নের ঘুড়ি ছোঁয়
সুখের আপেল
রঙিন রহস্যে মজে
হয়েছি গাফেল!
২)
পরিষ্কার করে বলুন,
ভালো আছি
মনের ময়লা ঝেড়ে বলুন,
ভালো আছি
আয়নার দিকে তাকান,
বলুন, ভালো আছি
আপনি অবাক হবেন,
দেখবেন, ভালোই আছেন!
৩)
যা পেয়েছি তাতেই শোকর
নাইবা পেলাম রাজপ্রাসাদ!
অনিশ্চিতের জীবনপথে
জড়িয়ে নিলাম জীবনস্বাদ!
৪)
চৈতন্যে ডেকে যায়
যে-পাখি
নৈ:শব্দে শিস দেয়
যে-পাখি
সে-পাখির
ছায়া নেই কায়া নেই
রঙ নেই রুপ নেই
পাখি শুধু
বলে যায় কথা
পাখি শুধু …
বলে যায় …
কথা …
৫)
কেন নি:সঙ্গ হবো ?
কেন হবো পরাজিত ?
আলোর পুষ্পস্পর্শে
আমি দারুণ আলোকিত !
বিষাদেই পরাজয় !
বিষাদেই নৈ:সঙ্গ !
মা’বুদের পথে হাঁটো পথ…
একাকীত্ব নেই কোনো…
২৯)
বাঈজীরা
নাচে দেখো
রাজনীতি-হেরেমে
লুট-নীতি
সুর তোলে
জনতার পেরেমে।
৩৬)
আমি ফকির
আমিই ধনী
আমিই
অভাব-মুক্ত
আমার সাথেই
আছেন যখন
আল্লাহ্-প্রভু
যুক্ত।
৩৪)
আত্মার
দুর্গন্ধে ভারী
গ্লোবাল ভিলেজ !
বিকার-সভ্যতায়
নাচে
পিচাশের লেজ !
Recent Comments