অথৈ
তোমার নিটোল স্তনের উপর বৃষ্টি
অপলক চোখে চেয়ে চাতক প্রেমিক
অথৈ হয়ে আছে তার চরাচরখানি
ভরা গাঙুরের জলে সেও ভেসে যায়
…………………………………………..
নদী
দুলিতে দুলিতে নদী দাঁড়ায় দুয়ারে
বরষার রিমঝিম তোমার পাঁজরে
গহনে নুপূর বাজে মন দিশাহারা
আকুল আঁখিতে দেখি সজলের ধারা
…………………………………………..
বর্ষা গীতি
আষাঢ় শ্রাবণ মধুময় বর্ষা গীতি
সে আমার ভালোবাসার আবাল্য প্রীতি
তোমাকেই কাছে পেতে এ-মোর রচনা!দ
যুগে যুগে তুমি যে আমারই রঞ্জনা
…………………………………………..
অভিসার
মেঘে মেঘে ঘণঘোর দিবস আকাশ
চারিধার রাত্রি যেন রাধা অভিসারে
কানু বুকে মাখামাখি অধর চুম্বন
ময়ূর পেখম তুলে সুখে নৃত্য করে
…………………………………………..
পরশে পুলক
পরশে পুলক তনু হরষিত আঁখি
মেঘের চিক্কুরে বুক উথাল পাথাল
তমালের মূলে তার বসতি স্থাপন
সে তোমার আমার সকলের আপন
…………………………………………..
শতফুল
নাজানি দেশের কথা হয় কানাকানি
বরষায় শতফুল বিকশিত মানি
মনের সৌরভে ফোটে বুকের অলিন্দে
তোমাকে দোলায় অই মেঘ অভিমানী
…………………………………………..
কাগজের নৌকো
কুহকে কুজন শুনি বরষার গান
কাগজের নৌকো করে ছেলেবেলা যায়
মনে পড়ে দুজনের জানালায় চোখ
বৃষ্টিচোখে কত কথা হত ইশারায়
…………………………………………..
ছলাৎ ছলাৎ
ছলাৎ ছলাৎ পথ বাদল দিনের
দুজনেই হেঁটে গেছি কতদিন স্কুলে
তুমি সাদা ফ্রক আমি খাঁকি হাফ প্যান্ট
জল কাদা মাখামাখি মন ছুঁয়ে গেছি
…………………………………………..
মাছধরা
মশারি কী ঝুড়ি কিংবা ছিপে টপাটপ
নর্দমায় ধরিতাম ভেসে আসা মাছ
বাটা কই সিঙি মাগুর ও কালবোস
বর্ষার সে-এক ভারী মজা আজ কই
…………………………………………..
বাণভাসি
বরষায় বাণভাসি বাঁধ ভেঙে অই
ফিবছর ফিরে আসে তবু হুঁস নাই
এ-সময় লেখা হয় বর্ষা পদাবলী
ত্রাণের বন্টন নিয়ে লুকোচুরি খেলা
…………………………………………..
শিলাবৃষ্টি
বৃষ্টি পড়ে ঝমঝম সঙ্গে শিলাবৃষ্টি
কুড়োতে গিয়ে পিঠের পরে দুমদাম
উরিবাপ মুখে দিতে গলে ঠান্ডা জল
সে কী খুব মিষ্টি আজ যে সবই স্মৃতি
…………………………………………..
ধন ধান্য
মনের অতলে জল আষাঢ় শ্রাবণ
আমাদের কথা হোক অমৃতসমান
মেঘে মেঘে বাজ ঝড় বৃষ্টি হয়ে আয়
ধন ধান্য এই দেশ ভাসে আয়নায়
…………………………………………..
পদ্মা গঙ্গায়
বর্ষায় পদ্মা গঙ্গায় রুপোলি ইলিশ
চাঁদের জোছনা রাতে রুপ ঝরে পড়ে
ইলিশের কত পদ সর্ষে ভাপা ঝাল
খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা কামাল
…………………………………………..
মণি-মঞ্জুষায়
এইমত বর্ষারাণী প্রেমে ও আস্বাদে
স্মরণীয় হয়ে আছে মণি-মঞ্জুষায়
কৃষি ক্ষেত্রে তাহার অসীম অবদান
চোদ্দশ সাতাশে লিখি বর্ষা কবিতায়
Recent Comments