১২১.
নেতা-তোষণ
নমিত শিরদাঁড়া
সর্ব ক্ষণ।
১২২.
পাথর-বেদী
প্রণামী সোমরসে
পাকা বনেদী।
১২৩.
জল মহাল
প্রয়াত পিতামহ,
খোলা কপাল।
১২৪.
টালমাটাল
সাবেকী জমিদারি,
ভোগ বহাল।
১২৫.
কূজন-স্বর
পাখির সংসার
পাতার ঘর।
১২৬.
ছোঁয়া নিবিড়
উতল কামজ্বর
নিশি তিমির।
১২৭.
ভোরে শিশির
ঝিকিয়ে-ওঠা রোদে
নীরব নীড়।
১২৮.
কেবল কথা
চাতুরি- ছলে দেয়
বহু বারতা।
১২৯.
কথামালার
ফাঁদ পেতেছে বুড়ো
কামে অসাড়।
১৩০.
গেরস্থালি
দিবস গুজরান
জীবন কালি।
Recent Comments