২১.
ধানের আঁটি
চাষির মুখে হাসি
হৃদয় খাঁটি।
২২.
ঝোড়ো বাতাস
বিকেল ম্রিয়মান
দুলছে কাশ।
২৩.
উনুনে তাপ
শিশুরা উন্মুখ
পিঠার ভাপ।
২৪.
যোগীর ভাত
শতেক মুঠিচালে
বাঁধা বরাত
২৫.
মজা পুকুরে
লাফিয়ে পড়ে ব্যাঙ
শব্দ করে।
২৬.
আকাশ ফুটো
ভাদরে বারিধারা
ভাঙছি কুটো।
২৭.
ক্ষুধার দানা
কাঁকড়, মরা চাল
বাছতে মানা।
২৮.
গাঙচিলেরা-
রূপালি তাজা মাছ
থাবায় ধরা।
২৯.
জামদানীতে
মিহিন সুতো বোনা
সুচারু রীতে।
৩০.
চাঁদ-কিরণ
পাতার বাঁশি দূরে
উদাস মন।
Recent Comments