৩১.
চেরাই কাঠ
করাতে-কাটা গাছ,
অদূরে হাট।
৩২.
ফলের ভার
গাছেরা নতডাল
খোলা বাজার।
৩৩.
শামুক ধীরে
পেরোয় দূরপথ
পিছু না-ফিরে।
৩৪.
যম-অরুচি
পীড়িত ছেলে, মা-র
হীরার কুচি।
৩৫.
কাজলদানি
আঁতুড়ে পোড়া তুষ
স্মৃতির খনি।
৩৬.
সুবে’ সাদেক
শিশির, ঘাস্ফুল
আবেশে এক।
৩৭.
ঝাউ বিতান,
নুয়েছে ঝাপটায়
বাতাসে গান।
৩৮.
উন্মাতাল
ঝড়ের মাতামাতি
ভেঙেছে ডাল।
৩৯.
শিকারী তীর
উড়ছে পরিযায়ী,
মেঘে আবির।
৪০.
ও সুবাতাস !
উড়িয়ে নাও মেঘ,
ডাকে আকাশ।
Recent Comments