৫১.
ব্যাঙের গান-
‘আমার সব গাঁও’
আদতে ভান।
৫২.
ভোর বিহানে
গুগলি শামুকেরা
শিশির টানে।
৫৩.
অনামী ফুল
অবহেলায় ফোটে
দ্যুতি অতুল।
৫৪.
গন্ধরাজ
সুবাস-মোহে বুঁদ
স্বপ্নবাজ।
৫৫.
করোনা-ঝড়
লাশেরা সারি সারি
স্বজন পর।
৫৬.
ডাকছে কাক
অশুভ আগামীর
আগাম হাঁক।
৫৭.
শ্রাবণে ঢল
বইছে বেনোজলে
অমঙ্গল।
৫৮.
কলস ফাঁকা
বিহারে চলে রাধা,
নজর বাঁকা।
৫৯.
পথে চাঁড়াল
যাত্রা নয় শুভ,
চোখে আড়াল।
৬০.
জগাখিচুড়ি-
কঠিন সামলানো
বেতালা পুরী।
Recent Comments