৭১.
শাপলা হাসে
কিশোরী ভীরুবুকে
স্বপ্ন ভাসে।
৭২.
বানের জল
ছুঁয়েছে ভিটামাটি,
মারণ-ছল।
৭৩.
কলার ভেলা
তাতেই সংসার,
এ নয় খেলা।
৭৪.
কালো আকাশ
নিচেও কালো জল
মরণ-ফাঁস।
৭৫.
মধু-যামিনী
জাগর নরনারী
ফোটে কামিনী।
৭৬.
আলাপী ব্যাঙ
ধরণী জল-ঘর
ছোঁড়ে সে ঠ্যাঙ।
৭৭.
ভরা বাদর
উছল দেহ ভরা
কামনা-জ্বর।
৭৮.
আকাশ নীল
বাতাসে জলকণা
বন সুশীল।
৭৯.
কাঁদে বাতাস
মানুষ বানভাসি
মনে হুতাশ।
৮০.
আঁধার ঘোর
ডাকে মেঘ-ডমরু
সজাগ চোর।
Recent Comments