১.
ঘুমের রাত
স্বপনে বুকে ধরা
প্রিয় দু’হাত।
২.
ধুপ-সুবাস
বাতাস মুখরিত
শিউলি বাস।
৩.
মলিন মুখ
সাজানো হাসি ঠোঁটে
কপট সুখ।
৪.
সাগর জল
জোয়ারে ফুঁসে ওঠে
নদী উছল।
৫.
কলকাকলি
রঙমহলে মোম
নীরবে জ্বলি।
৬.
কাশের গোছা
কাঁচের জানালায়
শিশির মোছা।
৭.
বেলাভূমির
দীঘল বালুতট
ভোলায় নীড়।
৮.
পুড়ছে মোম
ফারাক নেই দিন
বুধ বা সোম।
৯.
কনকপ্রভা
নবীন ভোর হাসে
লোহিত জবা।
১০.
ভোর সকাল
কৃষ্ণচূড়া জ্বালে
রঙমশাল।
Recent Comments