১.
আষাঢ়ের কদম
বিরহী বর্ষার জলে
লুটোপুটি খা!
২.
বর্ষা গরিব
সারাদিন কাঁদে একা
দিনমণির লাগি!
৩.
আসমানী বন্ধু
এই আছে এই নেই তা-
চোখে, তবু দূর!
৪.
কাঁদো বাঙালি
পিতার নামে হোক ডাকা
সে নয় অমানুষ!
৫.
একটা অসুখ রোজ
বাড়ে-কমে কমে-বাড়ে মন
যা নেত্রে গোপন।
৬.
করোনাকাল-
আহা কদম ডাল
দেশ মাতাল!
৭.
হে শব্দ বর্ষার
নাচো, গাও গীত, টিপ টিপ আজ
ভাঙ্গুক প্রিয়ার লাজ।
৮.
দামি নিকোটিন
জ্বলে জ্বলে হও নিঃশেষ
বাজেট বাংলাদেশ।
৯.
কলাবতী ফুল
উর্ধ্বাকাশে তাকায়
হাসে না কাঁদে?
১০.
জলের শব্দ নেই,
জল নেড়ে দেখিও না তাই;
আমি শান্ত জল।
Recent Comments