রেদুমিক-০১
সময়টা হলো আজ যুদ্ধের
সত্যের রঙ মেখে
মিথ্যের সঙ দেখে
নিজেকে সবার আগে শুদ্ধের।
সময়টা হলো আজ যুদ্ধের
আলোকিত পথে উদ্বুদ্ধের।
রেদুমিক-০২
এতো কেনো হ্যাঙ হয় সার্ভার
খোঁজ নিয়ে জানা যায়
তল দিয়ে খানা যায়
আলামত আছে কিছু লার্ভার!
এতো কেনো হ্যাঙ হয় সার্ভার
ভেবে ভেবে মাথা হয় তার ভার।
রেদুমিক-০৩
কিছু লোক ধনী থেকে আরো ধনী হয়
ধনের পাহাড় গড়ে
মনের নাহার ভরে
আরো কোটিপতি, আরো হিরোমণি হয়।
কিছু লোক ধনী থেকে আরো ধনী হয়
গরীবেরা এর মাঝে শুধু বণি হয়।
রেদুমিক-০৪
দেখো দেখো চেয়ে আরো ভালো করে
কারা আজ জেঁকে আছে
জোর করে বেঁকে আছে
ক্ষমতার শাদা মুখ কালো করে।
দেখো দেখো চেয়ে আরো ভালো করে
কুয়াশার সব পথ আলো করে।
রেদুমিক-০৫
জীবনের পাখা মেলে উড়ে চলো
সব বাধা ভয়হীন
অবিরাম ক্ষয়হীন
দানবতা পিষে আর গুঁড়ে চলো।
জীবনের পাখা মেলে উড়ে চলো
হতাশার কালো পথ পুড়ে চলো।
রেদুমিক-০৬
লোকটা কেবল খামু খামু করে
যেখানেই যায়
সেখানেই চায়
আর অযথাই মামু মামু করে।
লোকটা কেবল খামু খামু করে
হিসাবের কালে যামু যামু করে।
রেদুমিক-০৭
পথে পথে আজ কতো জুয়াড়ি
কোথা আর যাই বলো
সুবাতাস পাই বলো
খোলা রেখে এই আমি দুয়ারি।
পথে পথে আজ কতো জুয়াড়ি
ফিকে মারি স্যান্ডেল বুয়ারি।
রেদুমিক-০৮
দাঁতগুলো ফেলে দেবো থাবড়ে
স্রষ্টাকে গালি দিস
ভ্রষ্টাকে তালি দিস
দেখাস আবার খুব ভাব রে!
দাঁতগুলো ফেলে দেবো থাবড়ে
পড়ে যাবি একেবারে ঘাবড়ে।
রেদুমিক-০৯
পাওনি তো ভাই কোনো ক্লু
তবু দেখি লেগে আছো
দিন-রাত জেগে আছো
আমাদের পিছে নিয়ে গ্লু!
পাওনি তো ভাই কোনো ক্লু
আমরাই আকাশের ব্লু।
রেদুমিক-১০
এসো এসো মুক্তির মিছিলে
এই পথ জনতার
ভয় নেই কোনো তার
ভুলে যাও আগে তুমি কি ছিলে?
এসো এসো মুক্তির মিছিলে
পরাজয় হবে শুধু পিছিলে।
Recent Comments