মন পবনের নাও : কোলান্দিয়া জাহাজ ও মসলিনের বাণিজ্য
প্রায় দু’হাজার বছর আগে লেখা প্রাচীন একটি বই। বইটির নাম ‘পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সী’। ষাট খ্রিষ্টাব্দে লেখা এ বইটিতে আছে আমাদের জাহাজের কথা।
আমাদের প্রাচীন ‘গাঙ্গে’ বন্দর। সে বন্দর থেকে সুদূর অতীতে ‘কোলান্দিয়া’ জাহাজ যেতো নানান দেশে। বয়ে নিতো মসলিন, রেশম, পিপুল, তেজপাতা। আরো নানান বেসাতি। দুনিয়ার নানান বন্দরে।
Recent Comments