মন পবনের নাও : রেনেলের বিবরণ
সিলেটের কলেক্টার ছিলেন লিগুসে নামক একজন ইংরেজ। তিনি সিলেট থেকে কুড়িটি জাহাজ বোঝাই করে চাল পাঠান মাদ্রাজে। এই নৌবহরের একেকটি জাহাজে চাল ছিল চারশ টন। মানে, বারো হাজার মণ।
১৭৮৮ সালের কথা। তখনো বাংলাদেশের নৌশিল্পে নিয়োজিত ছিল তিরিশ হাজার কারিগর। লিখেছেন ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ভূমি জরিপ কর্মকর্তা জেমস রেনেল।
Recent Comments