মন পবনের নাও : নাও-নদী-জীবন
নৌকার সাথে জড়িয়ে আছেন অসংখ্য মাঝি-মাল্লা- জেলে। আর নৌকার কারিগর। এছাড়া আছেন আরেক দল মানুষ। নায়ে যাদের বসতি।
নৌকাই যাদের একমাত্র ঠিকানা। নৌকা আর নদীকে কেন্দ্র করে বেদে আর বেদেনীর বিচিত্র সংসার।
নৌকা আর মানুষ। কখনো কখনো এক দেহ, একপ্রাণ। দার্শনিক বা ভাবুকদের চোখে মানুষের দেহটাও একটা নৌকা। মানুষের জীবন যেন এক বহমান নদীর উপমা।
জীবন নামক এই নদীতে নাও ভাসায় মন নামক মাঝি। নাও বাইতে বাইতে কখনো সে গেয়ে ওঠেঃ
মন মাঝি তোর বৈঠা নে-রে
আমি আর বাইতে পারলাম না…
Recent Comments