কাগজ থেকে কাগজীটোলা : যখন কাগজ ছিল না
এক সময় সত্যি কিন্তু কাগজ ছিল না। সে অনেক অনেক দিন আগের কথা। কাগজ ছিল না। তাই বই-খাতা আর খবরের কাগজও ছিল না। খুব বেশি দরকারী কথাগুলো তখন লিখে রাখা হতো পাথরে কিংবা মাটির ফলকে। চামড়ায় কিংবা গাছের ছালে। কিংবা তালের পাতায়।
সেটা ছিল খুব কঠিন কাজ। সে কাজে সময় লাগতো অনেক। কষ্ট হতো বেশি। আর তাতে বেশি কিছু লেখাও যেতো না।
Recent Comments