কাগজ থেকে কাগজীটোলা : ইতালী ও ফ্রান্সের ঋণ
স্পেনের পর মুসলমানরা জয় করেন সিসিলি। সেখানেও কাগজ তৈরির কারখানা চালু হয়। ইতালীতে সেটাই প্রথম কাগজ শিল্প। কাগজের ব্যাপারে ইতালী মুসলমানদের কাছে ঋণী। একথাও জানা যায় এনসাইক্লোপেডিয়া ব্রিটেনিকা থেকে।
স্পেন ও ইতালীর পর ফ্রান্সের কথা। ফরাসীরা কাগজ তৈরির কৌশল শিখেছে স্পেনের কাছে। ঐতিহাসিক হিট্টি একথা লিখেছেন। তখনকার স্পেন মানে মুসলিম স্পেন। মুসলমানদের স্পেন। কাগজের জন্য ফ্রান্সেরও ঋণ তাই মুসলমানদের কাছে।
Recent Comments