কাগজ থেকে কাগজীটোলা : সিরাজগঞ্জের কাগজ
কাগজ তৈরিতে পাবনার সিরাজগঞ্জ ছিল বিশেষ গুরুপূর্ণ। এখানে কাগজ তৈরি হতো মেস্তা। তাতে পাটের তুলনায় খরচ পড়তো কম। উইলিয়াম হান্টার পাবনায় কাগজ তৈরির পদ্ধতির বিবরণ দিয়েছেন। সেখানে কাগজ তৈরির জন্য মেস্তার সাথে শামুক বা ঝিনুকের চুন, আতপ চাল এবং তেল ব্যবহার করা হতো। এক মণ মেস্তার সাথে প্রয়োজন হতো বিশ সের শামুক বা ঝিনুকের গুঁড়া, দশ সের আতপ চাল এবং দু’ছটাক তেল।
Recent Comments