কবি হূবনাথ পান্ডে আধুনিক হিন্দি কবিতার জগতে এ সময়ের সবচেয়ে চর্চিত কবির নাম হূবনাথ পান্ডে। বহুচর্চিত তাঁর কবিতা। ১৯৬৫ সালের ১৩ ই এপ্রিল ভারতের বেনারস শহরে কবির জন্ম। ‘কৌয়ে’, ‘মিট্টী’, ‘লোয়ার প্যারেল’, ‘অকাল’ প্রমুখ তাঁর উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ। সমসময়, সামাজিক বৈষম্য, রাজনীতিকদের নীতিহীনতা, জাতপাত প্রভৃতি তাঁর কবিতার বিষয়। এই কবিতাটি সদ্যলেখা, এখনও কোনো গ্রন্থভুক্ত হয়নি। কবি বর্তমানে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে অধ্যাপনায় যুক্ত। তার কবিতাটি মূল হিন্দি অনুবাদ করেছি- স্বপন নাগ।
রামরাজ্য
হূবনাথ পান্ডে
সৃজনানুবাদ : স্বপন নাগ
রাগে গরগর করতে করতে
সাপের হিসহিস শব্দে
ধর্মরাজ বললেন —
ধর্ম সামলাতে সামলাতে
তুমি কি পাগল হয়ে গেছো
চিত্রগুপ্ত ?
কতবার বোঝাই বলো তো,
আমার দরবারে
সশরীরে মর্ত্যবাসীর প্রবেশ
কঠোর ভাবে নিষিদ্ধ !
এক যুধিষ্ঠিরই যা অন্য কথা,
তা বলে রক্তে মাখামাখি
হাত পা ভাঙা
চোয়াল দাঁত থ্যাঁতলানো
খুবলে নেওয়া একটা চোখ
রক্ত ঝরছে সারা শরীর থেকে
আর থেকে থেকেই
হৃদয়বিদারক আর্তনাদ করছে
নগ্ন বিভৎস এই দেহ
এখানে কীভাবে ?
এখানে তো শুধু
আত্মারই বিচার হয় !
হতভম্বিত চিত্রগুপ্ত
তোতলাতে তোতলাতে বলল-
মহারাজ !
এ কোনো দেহ নয়।
মহান ভারতভূমির
রামরাজ্য থেকে এসেছে
বলাৎকারগ্রস্ত এই আত্মা প্রভু !
স্বর্গ মিডিয়ার খবর-
জ্ঞান হারিয়েছেন ধর্মরাজ,
এখনও ফেরেনি !
Recent Comments